Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পাবদা চাষে মোঃ তুহিন রানা এর সফলতা
Image
Attachments

পাবদা মাছ চাষে দারুন সফলতা দেখিয়েছেন দোহাকুলা ইউনিয়নের মাছচাষী জনাব মোঃ তুহিন রানা। তিনি ২০২২-২৩ অর্থবছরে ৮০ শতাংশ পুকুরে পাবদা চাষ করে ১০০ মন (৪০০০ কেজি) পাবদা উৎপাদন করেছেন। উপজেলা মৎস্য অফিসের সহযোগীতা ও পরামর্শে তিনি পাবদা চাষ করেছেন। পুকুরে কোন ধরনের সমস্যা দেখা গেলে তিনি অফিসে ছুটে এসেছেন এবং পরামর্শ অনুযায়ী কাজ করেছেন বলে জানান। এই উপলক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এ তাকে বাঘারপাড়া উপজেলা থেকে মৎস্য পদকে প্রদান করা হয়।