প্রশিক্ষণে আগ্রহী ব্যক্তিকে প্রতিবছর জুলাই মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্র ও ছবি সহ মোবাইল নম্বর, জলাশয়ের আয়তন ইত্যাদি উল্লেখ করে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
যেসকল প্রযুক্তির প্রশিক্ষণ প্রদান করা হয়-
১। কার্প জাতীয় মাছের মিশ্র চাষ প্রযুক্তি
২। কার্প-গলদা মিশ্র চাষ প্রযুক্তি
৩। পাবদা মাছ চাষ প্রযুক্তি
৪। গুলশা মাছ চাষ প্রযুক্তি
৫। গুলশা টেংরা ও পাবদা মাছের মিশ্র চাষ প্রযুক্তি
৬। শিং ও মাগুর মাছ চাষ প্রযুক্তি
৭। খাঁচায় মাছ চাষ প্রযুক্তি
৮। মুক্তা চাষ প্রযুক্তি
৯। পাঙ্গাস, তেলাপিয়া, কৈ, বাইন, শোল ইত্যাদি মাছ চাষ প্রযুক্তি
১০। মৎস্য খাদ্য তৈরী প্রযুক্তি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস