রাজস্ব বরাদ্ধের আওতায় ২০২২-২৩ অর্থবছরে জামদিয়া ইউনিয়নে ৪০ জন মৎস্যচাষীকে মাছ চাষ, মাছ ও চিংড়ির রোগ বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষণে অতিথী বক্তা হিসেবে প্রশিক্ষক হিসেবে জনাব ফিরোজ আহম্মেদ, জেলা মৎস্য অফিসার, যশোর এবং প্রশিক্ষক হিসেবে মোঃ মাহবুবুর রহমান, সহকারি পরিচালক, জেলা মৎস্য অফিসারের কার্যালয়, যশোর এবং উপজেলা মৎস্য অফিসার, বাঘারপাড়া যশোর প্রশিক্ষণের সিডিউল অনুযায়ী প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষনে চাষীদের মাঝে দেশীয় প্রজাতির ক্যাটফিশ চাষ চাষ বিষয়ক পুস্তক প্রদান করা হয়। প্রশিক্ষনে মাছ ও চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সামগ্রিক বিষয়ে আলোচনা করা হয় যাতে করে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগজনিত ক্ষতি কম হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস