আজ উপজেলা মৎস্য দপ্তর, বাঘারপাড়া এর উদ্যোগে সারাদিনব্যাপী বাঘারপাড়া উপজেলার অন্তর্গত চিত্রা নদীর বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ চায়না জাল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) জনাব ফারজানা জান্নাত।
বাঘারপাড়া ব্রীজ, ঢেপখোলা, মিরপুর, ঠাকুরকাঠি, শিংগের খাল, গলগলিয়া, ভুলবাড়িয়া শ্মশান ঘাট এলাকা থেকে মোট ৫৭ টি চায়না জাল, ৫ টি ভেসাল ও এসব জালে মাছ ধরার জন্য ২টি ডিংগি নৌকা জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা/পোড়ানো হয়, যার সামগ্রিক আনুমানিক মুল্য ৫.৫০ লক্ষ টাকা।
প্রবহমান নদীতে দেশীয় প্রজাতির মাছের ডিম, রেনু, পোনা সমুলে ধ্বংসকারী এসব চায়না জাল দিয়ে মাছ ধরা বেআইনি এবং জনগনের ভবিষ্যৎ স্বার্থের সাথে প্রতারনার সামিল। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। সাধারন জনগনের এই স্বার্থ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন, বাঘারপাড়া সর্বদা সচেষ্ট।
উপজেলা মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, অফিস সহায়ক দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেছেন।
সকলকে উপজেলা মৎস্য দপ্তর, বাঘারপাড়া এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।